শীতে কাঁপছে দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি: রাতের আঁধার কেটে দিনের আলো দেখা যাচ্ছে না। তীব্র শীতের পাশাপাশি চারপাশ ঢেকে গেছে ঘন কুয়াশায়। রাতভর বৃষ্টির মতো পড়েছে ঘন কুয়াশা। গাছের পাতাগুলো থেকে অঝরে ঝরছে ফোটা ফোটা পানি। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কের যানবাহনগুলো চলছে হেড লাইট জ্বালিয়ে। দরিদ্র অসহায় মানুষেরা তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে খড়কুটো দিয়ে আগুন জ্বালাচ্ছে। তীব্র ঠান্ডায় থর থর করে কাঁপছে দিনাজপুরের অসহায় মানুষ।আজ ২৮ জানুয়ারি রোববার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। বগুড়া থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাকের চালক আবুজার রহমান বলেন, ঠান্ডায় হাত কাজ করে না। আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। হেড লাইট না জ্বালালে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বেশি থাকে। কুয়াশার ঘনত্ব এতটাই যে, ৫-৬ হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। তীব্র এই শীত-কুয়াশায় দুটি টাকা রোজগার করতে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয়।দিনাজপুর শহরের শষ্টিতলা মোড়ে কাজে আসা মোকছেদ আলী বলেন, খুবই শীত পড়েছে। মোটা কাপড় না থাকায় শীতের হাত থেকে বাঁচতে একটু আগুন জ্বালিয়েছি। শীতের মধ্যে কাজ করা খুবই কষ্টকর। আমরা দিনমজুর, একদিন কাজ না করলে পেটের ভাত জুটবে না। সকাল থেকে বসে আছি কাজের সন্ধানে। তীব্র শীতের মধ্যে কাজ পাওয়া যায় না। গতকাল কোনো কাজ না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। আজ কপালে কী আছে আল্লাহই জানেন। একেতো শীত তার মধ্যে আয়-ইনকাম না থাকলে বাঁচবো কেমনে?দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আজ রোববার সকাল ৯টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।