• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ট্রান্সফরমার ও মোটরসাইকেল চোরসহ ৭ আসামী গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হকের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডলার প্রতারণা, ট্রান্সফরমার চোর, মোটরসাইকেল চোরসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে।গ্রেফতার আসামীরা হলেন বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের খানসামা উপজেলার রামনগর এলাকার জেলে পাড়ার আনন্দ দাসের ছেলে ভবানী দাস (৩৫), প্রভাস দাসের ছেলে চঞ্চল দাস ওরফে কেতু (৩৩), রামপ্রসাদ চন্দ্র দাসের ছেলে ভরত চন্দ্র দাস (২৮), সুকুমার দাসের ছেলে সুবাষ দাস (৩১) ও মানিক দাস (২৯)।এ সময় চোর চক্রের কাছ থেকে ট্রান্সমিটারের খালি বক্স জব্দ করা হয়।মোটরসাইকেল চোর নীলফামারীর সদরের উত্তর মশিরত কুখাপাড়া এলাকার জিয়াউর রহমানের ছেলে রাজু ইসলাম (২২) ও ডলার চক্রের প্রতারক দিনাজপুরের খানসামার পানুয়াপাড়া এলাকার আদর্শ গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৮)।গ্রেফতার ডলার প্রতারক মো. শেফাউল ইসলাম জানায়, সে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিল। সে ডলারের লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত।এ বিষয়ে ১৩ নভেম্বর বুধবার বিকেলে খানসামা থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক বলেন, রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। সাত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান