• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে মাদকদ্রব্য বন্ধের দাবিতে বিক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও টিম মুগ্ধতা সংগঠনের আয়োজনে পৌরসভার উত্তর সুজালপুর গ্রামে মরণ ব্যাধি মাদকের বিরুদ্ধে এবং মাদক কারবার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তর সুজলপুর দোতলা মসজিদ সংলগ্ন এলাকায় এই মাদক বিরোধী প্রচার ও মানববন্ধন কর্মসূচি জোরদারভাবে পালন করে তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও টিম মুগ্ধতা সংগঠনের বিভিন্ন সদস্যরা, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিগণ।এ সময় বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব সমাজ আজ ধ্বংসের পথে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদককারবারি ও মাদক সেবন অতিরিক্ত বেড়ে গেছে। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে জুয়ায় আসক্ত হচ্ছে তরুণরা।তারা আরও বলেন, বেশ কয়েকটি চিহ্নিত স্থানে প্রতিনিয়ত মাদক বিক্রির পাশাপাশি সেবনও হয়। এতে এলাকায় প্রতিনিয়ত মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান