চিরিরবন্দরে চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মিলন (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার বেকিপুল বাজারের পশ্চিম দিকে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিলন চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, খালি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে চিরিরবন্দর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা হেলপার মিলন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।১৩ মার্চ বুধবার নিহতের পরিবার চিরিরবন্দর থানায় জানালে মরদেহর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, ট্রাক্টর থেকে চলন্ত অবস্থায় হেলপার মিলন পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।