• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আগাম জাতের ধান কাটাই ও মাড়াই শুরু হয়েছে। কার্তিকের মাঝামাঝিতে এই ধান ঘরে তুলতে পারায় এই ধান চাষ এই অঞ্চলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।আগাম জাতের এই ধান কাটার পর একই জমিতে আলু, পেঁয়াজ, সরিষাসহ অন্যান্য ফসল ফলিয়েও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইনের সাথে। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।এবার আমন মৌসুমে পার্বতীপুরে ২৮ হাজার ৮৮২ হেক্টর জমিতে আগাম জাতের এই ধান রোপণ করা হয়েছে। ইতোমধ্যে আগাম রোপা আমন জাতের ব্রি-৮৭, ১৭ ও হাইব্রিড জাতের ধান কর্তন শুরু হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান