• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৫২:২২ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৫২:২২ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরিপক্ব তরমুজে সয়লাব সৈয়দপুর বাজার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বাজার ভরে গেছে অপরিপক্ব তরমুজে। এ অপরিপক্ব তরমুজ ট্রাকে ট্রাকে আসছে সৈয়দপুর রেললাইন ধারের পাশের আড়তে। তরমুজ আমদানি বাড়লেও দাম কিন্তু কমেনি তেমন একটা।আড়তে এক মন তরমুজ বিক্রি হচ্ছে ১ হাজার ১শ টাকা। সে হিসাবে এক কেজি তরমুজের দাম হয় ২৫ টাকা। আর ওই তরমুজ দশ হাত দুরে খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে। দামের দিক দিয়ে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে তরমুজের কেজি নেয়া হচ্ছে দ্বিগুণ দামে।দামের এ তারতম্য লক্ষ্য করা গেলেও দায়িত্বে থাকা কর্তাদের নেই কোনো মাথা ব্যথা বা অভিযান। এমনই প্রশ্ন তুলছেন সচেতন মহল।পাইকারি তরমুজ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, এক মন তরমুজ বিক্রি করছি ১ হাজার ১শ টাকা দরে। তবে দুই সপ্তাহ পূর্বে ওই তরমুজ বিক্রি করেছি ২ হাজার টাকা মন দরে। এখন তরমুজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে।খুচরা ব্যবসায়ী কালু মিয়া, অহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম জানান, ঠান্ডা হলে তরমুজ খেতে চান না মানুষ। কারণ তরমুজ খেলে স্বাভাবিক ঠান্ডা লাগে। তাছাড়া তরমুজ বেশির ভাগ ছোট ছোট শিশুরা খেয়ে থাকে। রোজার মাসে ইফতারে অনেকেই রোজা রাখেন।সৈয়দপুর রেলওয়ে গেট বাজারে তরমুজ কিনতে আসা সুমন মিয়া বলেন, ছোট ছোট অপরিপক্ব তরমুজ বিক্রি করা হচ্ছে ৫০ টাকা কেজি। আবার একই তরমুজ কারো কারো কাছে নেয়া হচ্ছে ৬০ টাকা কেজি।তিনি বলেন, সৈয়দপুর বাজারে পর্যাপ্ত তরমুজের আমদানি রয়েছে। তবে আমদানি থাকার পরও। দাম তেমন একটা কমেনি। যারা অসহায় মানুষ তারা কেমন করে একটি তরমুজ ক্রয় করবেন। কারণ ছোট আকারের একটি তরমুজ নিম্নে ৫ কেজি হবে। ৫ কেজির দাম কম হচ্ছে ৩শ টাকা। ৩শ টাকা দিয়ে সখের তরমুজ কেমন করে খাবে তারা। তাই অনেকে মিলে ক্রয় করছেন জমি।সৈয়দপুর রেল গুমটি নামক স্থানে আয়শা মরিয়ম নামে এক মহিলা ৫ কেজি ওজনের একটি তরমুজ ক্রয় করেন। তিনি জানান, বাসায় গিয়ে কয়েকজন মিলে এটি ভাগ করে নিবেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান