ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
ময়মনসিংহ প্রতিনিধি: মুষলধারে বৃষ্টি ও পাহাড়ের ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে৷ আমন ফসলের জমিসহ শাক-সবজি ও অন্যান্য ফসল বন্যার পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ধোবাউড়ায় মুষলধারে টানা ২২ ঘন্টার ভারী বর্ষনে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। নেতাই নদীর বেড়ীবাধ ভেঙ্গে কোথাও কোথাও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বড় বন্যার আশংকার আতংকে সাধারণ মানুষ।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শুক্রবার বিকাল ৪টায় কিছুটা কমে বৃষ্টি আবার শুরু হয়। টানা বর্ষনে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, ঘোঁষগাও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।এদিকে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, পানিবন্দিদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবিদুর রহমান বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি। যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।