ইসলামপুরে যুবলীগ নেতা গ্রেফতার
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইসলামপুর উপজেলা আওয়ামী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্রমুজ্জামান হিরোকে গ্রেফতার করেছে পুলিশ।৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত নয়টার দিকে ইসলামপুর বঙ্গবন্ধু মোর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট ইসলামপুর পৌর শহরে কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৪ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করলে বেশ কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আক্রমুজ্জামান হিরো এ মামলার ১৪ নং আসামি।ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর আক্রমণ করার মামলায় আকরামুজ্জামান হিরোকে গ্রেফতার করা হয়েছে।