• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১২:২৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১২:২৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

জামালপুরে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুর মেলান্দহে নাশকতার মামলায় আওয়ামী লীগের চার চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে উপজেলা হলরুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।আটকরা হলেন, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান।জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান