• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণালাংকারসহ গ্রীল কাটা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সদরঘাট থানায় অভিযান চালিয়ে গ্রীল কাটা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে চুরি হওয়া ৪ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।২৪ জানুয়ারি বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন, মো রিয়াজ ওরফে আকাশ (২৪), মো. রাতুল (২০), মো. রাসেল (২০), মো. ইমরান ওরফে এমরান (২০) ও মো. আইয়ুব (৪৫)।পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। চুরি হওয়া স্বর্ণালাংকারগুলো তাদের লিডার (পলাতক আসামি) মো. মেহেদীর বাড়ির নদীর ওপারে কর্ণফুলী থানা এলাকায় রাখা হয়েছে বলেও জানায় তারা। আসামিদের এমন তথ্যের ভিত্তিতে তাদের সাথে নিয়ে কর্ণফুলী থানার উত্তর বন্দর বখতিয়ার সড়ক এলাকার ইসমাইল কলোনীতে অভিযান চালায় পুলিশ। এত মো. আইয়ুবের (৪৫) (পলাতক আসামি মেহেদীর বাবা) বসত ঘরের আলমারি থেকে আইয়ুব নিজ হাতে এসব স্বর্ণালংকার পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ১টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের লেকলেসের সুতা, ১টি লকেটসহ স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের দানা চেইন, ১টি স্বর্ণের আংটি এবং ১টি ভাংটি পাতি চেইন ও গুড়া।উল্লেখ্য, ৩ জানুয়ারি চট্টগ্রামের সদরঘাট থানার মোগলটুলী এলাকার হুরুন নাহার ইসলামের বাসার থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বাদি পক্ষ। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান