• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর লোহাগাড়ার শহিদ ইশমামুলের জানাজা সম্পন্ন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর লোহাগাড়ার ইশমামুল হক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট বুধবার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মারা যাওয়ার কিশোর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুন্নবী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া-লোহাগাড়ার প্রধান সমন্বয়ক ফরহাদ সাকিব বলেন, সোমবার সকালে (শেখ হাসিনার পদত্যাগের আগে) আন্দোলনকারীদের একটি মিছিল চানখাঁরপুল থেকে শাহবাগে যাচ্ছিল। চানখাঁরপুল এলাকায় পুলিশ গুলি চালালে চারজন গুরুতর আহত হন। ওই চারজনের মধ্যে এই কিশোর ছিল।শহিদ ইশমামুলের বড় ভাই মুহিবুল হক রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, জীবিকার তাগিদে দেড় বছর আগে ঢাকায় যায় ইশমামুল। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি চকবাজার এলাকায় একটি দোকানে চাকরি করত। সোমবার ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে যোগ দেয় সে। ওইদিন সকালের দিকে একটি মিছিলে পুলিশ গুলি চালালে পিঠে গুলিবিদ্ধ হয় ইশমামুল। মিছিলে অংশগ্রহণকারী অন্য আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইশমামুলের বড় ভাই মুহিবুল হক আরও বলেন, ময়নাতদন্ত ছাড়াই ইশমামুলের মরদেহ নিয়ে তারা ইতোমধ্যে ঢাকা থেকে লোহাগাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান