রাঙ্গুনিয়ায় ৮০টি দুস্থ পরিবারকে লাখ টাকার উপহার বিতরণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ ঘাটচেক সমাজকল্যাণ ঐক্য পরিষদ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ৮০টি পরিবারকে লাখ টাকার উপহার দেয়া হয়েছে।২৮ মার্চ শুক্রবার দক্ষিণ ঘাটচেক এলাকায় এই সব উপহার বিতরণ করা হয়।উল্লেখ্য, সংগঠন থেকে গত ১ বছরে মেয়েদের বিবাহ, চিকিৎসা, দুর্যোগ, শিক্ষা, দুস্থ মানুষের দায়িত্ব নেয়াসহ ৪ লাখ টাকার বেশি অনুদান দেয়া হয়। সংগঠনের এই ধারবাহিকতা বজায় রাখতে পরিচালনা পরিষদের সকল পরিচালক ও সদস্যবৃন্দ সকলের সহযোগিতা চেয়েছেন। যাতে সংগঠনটি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কাজে অবদান রাখতে পারে।