• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০১:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০১:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজসহ অর্থ সহায়তা প্রদান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাঠে চাষযোগ্য শীতকালীন হাইব্রিড সবজি বীজ, বিভিন্ন ফসলের বীজ, সার ও অর্থ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।শেষে প্রতিজন কৃষককে টমেটো, বেগুন, মরিচ, লাউ, মিস্টি কুমড়া, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সেইসাথে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়।এভাবে ৩ হাজার কৃষককে এদিন সহায়তা দেয়া হয়েছে। এদিকে একইদিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান