নিজস্ব প্রতিবেদক: টেলিলিংক গ্রুপে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সাকিরা নোভা। পাশাপাশি তিনি তার চিকিৎসা সেবা প্রদান পেশা চলমান রেখেছেন দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব, ডায়াগনস্টিকস অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে কনসালটেন্ট পদে। এর আগে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং মিনিস্ট্রি অব পাবলিক হেলথ এর যৌথ প্রকল্পে আফগানিস্তানের কাবুলে ‘টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট’ এই আন্তর্জাতিক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করেছেন দীর্ঘদিন।
ডা. সাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, উপস্থাপক, লেখক এবং সংগীত শিল্পী। শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত নোভা। তিনি টানা এক যুগেরও বেশী সময় নিয়মিত চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, একুশে টিভি, এস এ টিভি, দেশ টিভি, এশিয়ান টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিকভাবে হেলথ শো করেছেন, যা এসএ টিভিতে সম্প্রচারিত হয়েছে। দেশে এবং বিদেশে তার শৈল্পিক উপস্থাপনার জন্য পেয়েছেন সুখ্যাতি। বতর্মানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএ তে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন। এ ছাড়াও সময় সুযোগ মিললে তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায়।
তিনি ক্রীড়াঙ্গনেও চিকিৎসক হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি স্পোর্টস মেডিসিন এ উচ্চতার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত তিনিই বাংলাদেশের প্রথম নারী স্পোর্টস মেডিসিন এক্সপার্ট। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য এবং টিম ফিজিশিয়ান। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ক্যাম্পে ক্রীড়াবিদদের ফিটনেস সার্টিফিকেট এবং সরাসরি খেলার মাঠে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি ভারতের কলকাতা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী ফুটবল প্রতিযোগিতায় নারী ক্রীড়াবিদদের চিকিৎসা সেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া পর্ষদ কর্তৃক সম্মাননা পান।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। রোটারিয়ান ডা.সাকিরা নোভা দেশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন অবিরত। তিনি কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন। নেপালের কাঠমান্ডুতে এ সম্পর্কিত একটি কি নোট পেপার উপস্থাপন করেন, যা নেপালের পত্রিকা ‘দি হিমালয়া’তে প্রকাশিত হয়।
সম্প্রতি তার লেখা কবিতার বই ‘উইমেন হু আনডিফিটেড’ প্রকাশিত হতে চলেছে চলতি বই মেলায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available